লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি (Dalal Bazar zamindar Bari)। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ-পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত রাজ গেইট, জমিদার প্রসাদ, অন্দর মহল, অন্দর পুকুর, শান বাঁধানো ঘাট এ সবই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
জানা যায়, লক্ষ্মীনারায়ন নামে জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন। তার পুত্র ব্রজবল্লভ স্বীয় দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভ পুত্র গৌরকিশোর কলিকাতায় লেখাপড়ার সুবাদে ইষ্টইন্ডিয়া কোম্পানীর সহচর্যে আসেন এবং জমিদারী খরিদ করেন। গৌরকিশোর ১৭৬৫ খ্রিষ্টাব্দে রাজা উপাধী লাভ করে। গৌরকিশোর রায় ও রাণী লক্ষ্মী প্রিয়া ছিলেন নি:সন্তান।
তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দকিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে। গোবিন্দ কিশোর পুত্র নলীনি কিশোর রায় চৌধুরী তাদের জমিদারীর খাজনা আদায়, তদারকী ও প্রসারে দক্ষতার পরিচয় দেয়। দালাল বাজার এন.কে উচ্চ বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ঠাকুর মন্দির এ পরিবারের অবদান। জমির বাড়ির প্রাচীর, অন্দর মহল, নির্মাণ সামগ্রী বিশেষ করে কয়েকটন ওজনের লোহার ভীম, বিরাটাকার লোহার সিন্দুক, নৃত্যশালা, বহিরাঙ্গণ দেখতে আজো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে।
কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে সড়কপথে ইকোনো অথবা ঢাকা এক্সপ্রেসে লক্ষ্মীপুর যায়।সময় লাগে সাড়ে ৫ ঘন্টা। বাস ছাড়ে সায়েদাবাদ থেকে। বাস গুলো দালাল বাজার এর উপর দিয়ে যায়।দালাল বাজার নেমে পড়বেন বাস থেকে।
দালাল বাজার মেইন রোড (স্টেশন) থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে জমিদার বাড়িটি অবস্থিত ঐ বাড়িটি। ঐ বাড়িতে খুব সহজে যে কোন যান-বাহনের মাধ্যমে যাতায়াত করা যায়।
এছাড়াও চাঁদপুর হয়ে যেতে পারেন। চাঁদপুর ঘাট থেকে সিএনজি দিয়ে দালাল বাজার চলে যাবেন।সেক্ষেত্রে সময় কম লাগবে। বাজারের সাথে দালাল বাজার জমিদার বাড়ি।