চাঁদপুর-বেলগাঁও চা বাগান – চট্টগ্রাম

বাঁশখালী উপজেলার দর্শনীয় স্থান গ্রলোর মধ্যে শীর্ষস্থান অধিকারী পর্যটন এলেকা চাঁদপুর বেলগাঁও চা-বাগান(Chandpur Belgaon Cha Bagan) ১নং পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত। এই চা-বাগানে উচু নিচু পাহাড়ের চূড়ায় রয়েছে চা-গাছ আর চা-গাছ। এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান চা-বাগানে হাজার হাজার দর্শনার্থীর ভীড় জমে। বিভিন্ন স্কুল থেকে শুরু করে কলেজের শিক্ষকেরা এই চা-বাগানে শিক্ষা সফরের আয়োজন করে থাকে।এই চা-বাগানে রয়েছে একটি চা-পাতা তৈরী করার মেশীন।রয়েছে একটি স্তুল ।


কিভাবে যাওয়া যায়:

চট্টগ্রাম। বাঁশখালী উপজেলা থেকে সিএনজি/বাস যোগে ১নং পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা-বাগানে যাওয়া যায় ।

অবস্থান:

১নং পুকুরিয়া ইউনিয়নে এই ঐতিহ্যবাহী চাঁদপুর বেলগাঁও চা-বাগান অবস্থিত।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 14, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.