গাইবান্ধা শহর থেকে কলেজ রোডের দিকে মাত্র ৪ কি. মি. গেলেই দেখা যাবে এসকেএস ইন (SKS Inn) রেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের সাইনবোর্ড। উত্তর জনপদে এতো সুন্দর রেস্ট হাউজ পাওয়া যাবে, তা হয়তো কেউ অতিথি না হলে বুঝতেই পারবেন না।
ভাঙ্গাচুড়া রাস্তা পার হয়ে যখন রেস্ট হাউজে পৌছাবেন তখনই আপনার মনে এনে দেবে প্রশান্তি। প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ এ ক্যাম্পাসটি প্রায় পাঁচ একর এলাকা জুড়ে নির্মিত। এর পুরো অংশজুড়ে রয়েছে কৃত্রিম ফোয়ারা, রকমারী বৃক্ষরাজি, বাঁশঝাড়, কৃত্রিম সুরধ্বনি ও নয়নাভিরাম পুকুরসহ বিভিন্ন স্থাপনা।
প্রবেশ করতেই হাতের ডান পাশে পরবে জলধারা নামে একটি রেস্টুরেন্ট। প্রাকৃতিক ঝর্ণার আদলে এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি ঝর্ণা। এরপর ছোট ছোট পুকুর পাড়ে এক একটি রেস্ট কটেজ। এসব কটেজ হাউজের নাম করণও করা হয়েছে গাইবান্ধার বিখ্যাত জায়গার নামে এবং বিভিন্ন ফুল, ফলের নামে। গাইবান্ধার আদি নাম ভবানীগঞ্জের নামে রয়েছে একটি কটেজ। এছাড়া বালাশি, সারাবেলা, রাধাকুঞ্জ, কাশফুল, ছায়াপদ্ম, কামিনী, নীলপদ্ম এরকম বিভিন্ন নামে নাম করণ করা হয়েছে কটেজ গুলোকে।
প্রতিটি কটেজের সামনেই রয়েছে জলরাশি। যেখানে মাছ ও হাঁস আকৃতির বিভিন্ন বোট রাখা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা ইচ্ছা থাকলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবেন এসব বোট।
এসকেএস ইন ৭ টি কটেজ রয়েছে। কটেজগুলোর ভাড়াও আয়ত্বের মধ্যেই রয়েছে।
- সিঙ্গেল নন-এসি রুমের ভাড়া মাত্র ৮০০ টাকা।
- টুইন নন-এসির ভাড়া এক হাজার টাকা, স্ট্যান্ডার্ড সিঙ্গেল নন-এসি দুই হাজার এবং স্ট্যান্ডার্ড টুইন এসি রুমের ভাড়া ২৫০০ টাকা।
- সিঙ্গেল ডিলাক্স এসি রুমের ভাড়া ২৫০০ এবং টুইন ডিলাক্স এসি ২ হাজার ৮০০ টাকা।
- স্ট্যান্ডার্ড ওয়াটার কটেজ ভাড়া ৩৫০০।
- ডিলাক্স কটেজ (সিঙ্গেল) ৩২০০ টাকা।
- ডিলাক্স কটেজ (সিঙ্গেল) ৬ হাজার এবং
- সুইট কটেজ ৭ হাজার টাকা।
এছাড়া বিভিন্ন কনফারেন্স ও সেমিনার করার জন্য রয়েছে সুজ্জিত রুম। ৭০ জন বসা যায় এমন একটি স্ট্যান্ডার্ড এসি কনফারেন্স রুমের একদিনের ভাড়া ৭০০০ টাকা, ৩৫ জন বসা যাবে এমন একটি ক্লাস রুমের ভাড়া ৩৫০০ টাকা। এছাড়াও রয়েছে ব্যাকুয়েট হল যার একদিনের ভাড়া ১৫ হাজার টাকা। এক সঙ্গে ২০০ জন লোক বসা যাবে এই হলে।
যারা গাইবান্ধাতে ভালো মানের রেস্ট হাউজ খুঁজছেন তাদের জন্য এসকেএস ইন এর বিকল্প কোথাও পাওয়া যাবে না। এসকেএস ইন এ লাঞ্চ, ডিনার ও নাস্তার জন্য রয়েছে বাঙালিয়ানা সব খাবার। এছাড়া পাওয়া যাবে চাইনিজ খাবারও। সকালের নাস্তায় পাওয়া যাবে রুটি, পরোটা, ভুনা খিচুরী, মিক্সড সবজি, ডিম, মিষ্টি, চা, কফি, জুস। এরমধ্যে থেকে চাহিদা অনুযায়ী অর্ডার দিলেও পাওয়া যাবে এসব লোভনীয় খাবার। এরজন্য খরচ করতে হবে মাত্র ১০০ টাকা। এছাড়া মিষ্টি ও চা পাওয়া যায়। লাঞ্চ ও ডিনারে পাওয়া যায় সাদা ভাত, সালাদ, চিকেন, বিফ, মাটন ভুনা অথবা কারি, মিক্সড সবজি, ডাল, মিনারেল ওয়াটার, ফিরনি অথবা জর্দা। এরজন্য দাম দিতে হবে ২৫০ থেকে ৩৫০ টাকা।
এসকেএস ইন নিরাপত্তার দিক দিয়েও রাখা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। পুরো এলাকাটি যেমন সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তেমনি নিজস্ব ফোর্স দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাতের বেলায় এসকেএস ইন আরো বেশি মনোরম, বেশি সুন্দর। চারদিকে বিভিন্ন কালারের লাইটিং, অল্প দূরত্বেই ছোট ছোট গাছের নিচে বসার জায়গা। ভেতরে ঢুকলেই মিউজিক শোনা যাবে। এসকেএস ইন এর খাবার, এখানকার স্টাফদের ব্যবহার সত্যিই আপনাকে মুগ্ধ করবে।
ভিতরে প্রবেশ মূল্য বড়দের ৫০ টাকা ও ছোটদের জন্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন –
ফোন +88-0541-51399
ইমেইল info@sksinn.com
ওয়েব সাইট- www.sksinn.com
দারুন
আমি এই প্রথম বার ঘুরতে যেতে চাই যদি পার্কের কোনো ম্যানেজিং ব্যাক্তির সহযোগিতা পেতাম।