ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ প্রান্তে ভাদুঘরে এন্ডারসন খালের (কুরুলিয়া খাল) তীরে ‘আবি ফিউচার পার্ক’ (Abbey Future Park) জেলার একমাত্র বিনোদন কেন্দ্র ও শিশুপার্ক। প্রায় ৪৮০ শতক জায়গার উপর এই শিশু পার্কটি ব্যক্তি উদ্যোগে নির্মিত।
পার্কে ঢুকতে চোখে পড়বে বিশাল আকৃতির ডাইনোসর। মাঝে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ডলফিনের পানির ঝরনা। ভেতরে পেডেল নৌকা চালাতে তৈরি করা হয়েছে ছোট একটি লেক। স্থাপন করা হয়েছে একটি ক্যান্টিন।
এক কোণে বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে কনভেনশন সেন্টার। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পার্কের ভেতরে এন্ডাসন খালের তীরে হাঙর মাছের মাথার আকৃতির নৌকা ঘাট। দেশের যে কোনো প্রান্ত থেকে নৌ ও সড়ক উভয় পথে আসা যাবে পার্কটিতে।
নাগর দোলা, টয় ট্রেইন ও নৌকা দোলনাসহ ৬টি রাইড নিয়ে আবি ফিউচার পার্ক। যেখানে পর্যায়ক্রমে নগবাসীর জন্য আরো রাইড সংযুক্ত হবে।