ঐতিহ্যবাহী দরবারে আউলিয়া সুরেশ্বর(Sureswar Darbar Sharif) দ্বায়রা শরীফের ইতিহাস অতি সমৃদ্ধশালী। পদ্মা বিধৌত সুরেশ্বর গ্রাম বৃহত্তর ফরিদপুর বর্তমান শরিয়তপুর জেলার নড়িয়া থানায় পদ্মা তীর থেকে প্রায় এক কিঃ মিঃ দক্ষিণে অবস্থিত ছিল। বর্তমানে পদ্মা নদীর তীরের সাথেই এর অবস্থান। এর আগে ঢাকা জেলার বিক্রমপুর, খলিলাবাদ সুরেশ্বর পরগনা নামে পরিচিত ছিল। তখন এটি চাঁদ রায়, কেদার রায় প্রমুখ হিন্দু শাসিত বৃহত্তর ঢাকা জেলার অন্তর্গত ছিল। বিক্রমপুর নামে এটা সমধিক পরিচিত ছিল।
সে সময় নড়িয়া থানা হয়নি, এর নাম ছিল পালং থানা। এর আগে থানার নাম ছিল লোন সিংহ। লোন সিংহ থানা ভাগ হয়ে পালং ও নড়িয়া থানা আলাদা হয়ে যায়। তখন মহকুমা ছিল মাদারীপুর, জেলা ছিল ফরিদপুর।
বৃটিশ শাসনামলে শাসন ব্যবস্থার সুবিধার্থে এ অঞ্চলটি ঢাকা জেলা থেকে পৃথক করে ফরিদপুর জেলার আওতায় আনা হয়। পূর্বেকার কাগজ-পত্রে এ অঞ্চল বিক্রমপুর ও খলিলাবাদ পরগনা নামে অতি সুপরিচিত। তবে ‘সুরেশ্বর’ নাম করণেরও এক আলাদা ইতিহাস রয়েছে।
কিভাবে যাবেনঃ
সড়ক পথঃ
ঢাকা-মাওয়া-শরিয়তপুর হয়ে সুরেশ্বর এবং বরিশাল-ফরিদপুর হতে শরিয়তপুর হয়ে সড়ক পথে সুরেশ্বর আসা যায়।
নদী পথঃ
ঢাকার সদরঘাট এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে সরাসরি সুরেশ্বর লঞ্চ যোগে যাতায়াতের সুব্যবস্থা আছে।