মৌলভীবাজার জেলা শহর হতে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলায় মনিপুরীদের অবাস। এদেশে বসবাসকারি মনিপুরী সম্প্রদায়ের বেশীরভাগ মানুষের আবাস মৌলভীবাজার জেলার আদমপুর এবং মাধবপুরে। পাহাড়-পর্বত এবং অরণ্য ভূমি নয়নাভিরাম দৃশ্যাবলী মানুষের মনকে যতটা আকৃষ্ট করে তার চেয়েও বেশী আকৃষ্ট করে মনিপুরীদেরজীবন প্রণালী। নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের কারনে মনিপুরী সম্প্রদায়ের রয়েছে আলাদা খ্যাতি ও উন্নত সংস্কৃতি। প্রতি বছর নভেম্বর মাসে অগ্রহায়ণের শুরুতে মনিপুরী পল্লীতে(Manipuri Palli) বসে আকর্ষণীয় রাস মেলা। রাস মেলায় দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শণার্থী আসেন। দর্শণার্থীরা এ সময় ক্রয় করতে পারেন মনিপুরী শাল, চাদর, শাড়ী, সেলোয়ার-কামিজ, ব্যাগ, ফতুয়া, পঞ্জাবী ইত্যাদি। মনিপুরিদের তৈরি করা বিভিন্ন জিনিষের দেশে বিদেশে রয়েছে ব্যাপক চাহিদা আর এ কারনেই রাসমেলা অথবা মনিপুরী পল্লীতে না যেতে পারলেও এখানকার দোকানেই আপনি এসব মনিপুরি পণ্য পেয়ে যাবেন। মাধবপুরে রয়েছে একটি মনিপুরী সাংস্কৃতিক একাডেমী।
মনিপুরি সম্প্রদায়ের নাচের রয়েছে আলাদা খ্যাতি। এ নাচের মাধ্যমে এই সম্প্রদায়ের ঐতিহ্য প্রতিফলিত হয়। কোন পর্যটক পৃথিবীর এ প্রান্তে আসলে তাঁকে অবশ্যই মনিপুরি নৃত্য দেখার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত।
- প্রতিবছর নভেম্বরে বাংলা অগ্রহায়ন মাসের শুরুতে এখানে রাসমেলার আয়োজন করা হয়। এ সময় বেড়াতে গেলে আপনি রাসমেলা উপভোগ করতে পারবেন।
- মনিপুরি সম্প্রদায়ের সুখ্যাতি রয়েছে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য। প্রায় প্রতিটি মনিপুরি পরিবারেরই আছে নিজস্ব কাপড় বোনার যন্ত্র। নিজেদের কাপড় তৈরি করাটা মনিপুরি সংস্কৃতিরই একটি অংশ। এখানে মনিপুরিদের ঐতিহ্যবাহী পোশাক ‘খামি’ র পাশাপাশি তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস যেমনঃ শাড়ি, শাল, ব্যাগ, বিছানার চাদর ইত্যাদি প্রদর্শন ও বিক্রি করা হয় যেসব আপনি কিনতে পারেন।
কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে বাস, ট্রেন, বিমান সকল পথেই মৌলভীবাজার যাওয়া যায়। ঢাকার সায়েদাবাদ, কমলাপুর, কল্যাণপুর সহ দেশের যেসকল স্থান থেকে মৌলভীবাজার জেলার বাস ছাড়ে সেখান থেকে মৌলভীবাজারের বাসে করে কুলাউড়া নামতে হয়। ঢাকা-মৌলভীবাজার রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে শ্যামলী পরিবহন (কমলাপুর কাউন্টার: ৮৩৬০২৪১, ০১৭১৬-৯৪২১৫৪; আসাদগেট কাউন্টার: ০২-৮১২৪৮৮১, ৯১২৪৫১৪; ভাড়া: ৩৫০ টাকা), হানিফ এন্টারপ্রাইজ (সায়েদাবাদ কাউন্টার: ০১৭১৩-৪০২৬৭৩, ০১৭১৩-৪০২৬৮৪; ভাড়া: ৩৫০ টাকা), টি.আর ট্রাভেলস (সায়েদাবাদ ০১১৯০-৭৬০০০৩; কল্যাণপুর ০১১৯১-৪৯৪৮৬৪; ভাড়া: ৪৫০ টাকা)।
ট্রেনে করে যেতে হলে ঢাকার কমলাপুর থেকে সিলেট রুটে চলাচলকারী ট্রেনে করে কুলাউড়া স্টেশনে নামতে হয়। ঢাকা থেকে যেসকল ট্রেন সিলেট রুটে চলাচল করে সেগুলো হলো – পারাবত এক্সপ্রেস (মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬:৪০ মিনিটে), জয়ন্তিকা এক্সপ্রেস (সপ্তাহের ৭ দিনই দুপুর ২ টায়) ঢাকা হতে ছেড়ে যায়। যোগাযোগ: বাংলাদেশ রেলওয়ে; ফোন: ৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, ০১৭১১৬৯১৬১২।
বিমান পথে যেতে হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট নং 4H-0511 এ করে সিলেট গিয়ে সেখান থেকে পাবলিক বাসে করে মৌলভীবাজার আসতে হয়। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি সপ্তাহের এই চার দিন ঢাকা-সিলেট রুটে বিমানে করে যাওয়া যায়। ভাড়া ৩০০০ টাকা। যোগাযোগ: ৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২।
শ্রীমঙ্গল উপজেলায় পৌছে লোকাল জীপ বা চাঁদের গাড়িতে চড়ে এই পল্লীতে যেতে পারেন।
কোথায় থাকবেনঃ
শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন রিসাের্ট ও হোটেল আছে সেখানে বিভিন্ন দামে ভাল ভাবে থাকতে পারবেন।