জমিদার লক্ষন সাহার বাড়ী (Laxman Saha zamindar Bari) চারদিকে সবুজ বেস্টনির মাঝে এক টুকরো স্বর্ণ মহলই বলা চলে! কাছ থেকে এই বাড়ীর কারুকাজ দেখলে আপনি কিছুটা হলেও বিস্মিত হবেন! সেই সময়ের জমিদারেরা কতটা বিলাসী আর আরাম প্রিয় ছিলো!
এই মোহনীয় সৌন্দর্য দেখতে হলে আপনাকে নরসিংদীর ডাংগা গ্রামে যেতে হবে।
স্থানীয় লোকজন এই বাড়ীকে উকিলের বাড়ী বলেও জানে।
ডাংগা গ্রামে ৩ টা জমিদার বাড়ী আছে:
১) লক্ষন সাহা (এটি কারুকার্জের দিক থেকে সবচেয়ে সুন্দর)
২) সুদান সাহা (একটি পরিবার থাকে বর্তমানে)
৩) কুন্ডু সাহা (যা বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় আছে, এবং আয়তনে সবচেয়ে বড়)
এছাড়াও নরসিংদীর মাধবদিতে বালাপুর বিধান সাহার জমিদার বাড়ী দেখে আসতে পারেন।
মাধবদী বাজার/ বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ নিয়ে ২-৩ কিলোমিটার গেলেই এই জমিদার বাড়ীটির অবস্থান। এটিও আয়তনে অনেক বড় এবং কারুকার্য খচিত।
কীভাবে আসবেন?
দেশের যেকোন প্রান্ত থেকে নরসিংদীর পাঁচদোনা মোড় নেমে সিএনজি ( জন প্রতি ভাড়া ২০ টাকা) করে ডাংগা যেতে হবে। সেখান থেকে রিকশা (ভাড়া ১০-১৫ টাকা) করে এই জমিদার বাড়ী।