২০০২ সালে রাজধানী ঢাকার অন্যতম প্রবেশদ্বার সায়েদাবাদ রেলক্রসিং এর পশ্চিম পাশে প্রতিষ্ঠিত হয় ওয়ান্ডারল্যান্ড পার্ক(Sayedabad Wonderland Park)। যা লোকমুখে সায়েদাবাদ পার্ক নামে পরিচিত। ব্যাক্তি উদ্যোগে সীমিত পরিসরে গড়েতোলা এই পার্কটিতে ট্রেন, ভয়েজার বোর্ড, প্যারাটুপার, টুইস্টার, সুপার চেয়ার, ফ্লাওয়ার ক্যাপ, মিটি ট্রেন, মিনি ক্যাব, বেবি কার, মেরি গো, ওয়ান্ডার হুইল, বাইনস চপার, থ্রি-হর্স প্রভৃতি সহ সর্বমোট ১৩টি রাইড রয়েছে।
প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত এ ওয়ান্ডারল্যান্ড পার্ক খোলা থাকে।
ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রবেশ মূল্য – সায়েদাবাদ পার্কের মেইট গেইটের দুই পাশে ২টি করে সর্বমোট ৪টি টিকেট কাউন্টার রয়েছে।পার্কের প্রবেশ মূল্য জন প্রতি ৫০ টাকা এবং সকল প্রকার রাইডের মূল্য ২০ টাকা করে।
আলোচনা সাপেক্ষে পথ শিশুদের জন্য রয়েছে বিশেষ সুযোগ।
ফুড কর্ণার বা খাবারের ব্যবস্থা – পার্কটির ভিতরে মেইন গেইট থেকে ৫০ গজ সামনে ৩টি ফুড কর্ণার রয়েছে। এখানে বার্গার, নুডুলস, চটপটি – ফুচকা, আইসক্রিম সহ বিভিন্ন পানীয় পাওয়া যায়।
কিভাবে যাবেন –
দেশের যে কোন প্রান্ত থেকে সায়দাবাদ বাসষ্টেন্ড।বাসষ্টেন্ড গিয়ে যে কোন কাউকে রেল গেইট সংগ্লন্গ সায়েদাবাদ পার্ক বা ওয়ান্ডারল্যান্ড পার্ক জিজ্ঞাস করলেই দেখিয়ে দিবে।