শ্রীপুর জমিদার বাড়ি – মাগুরা

শ্রীপুর জমিদার বাড়ি (Sreepur Zamindar Bari) মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদরের ১ কি.মি. দূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এখনো এখানে পাল রাজার রাজপ্রাসাদের ধ্বংশাবশেষ রয়েছে।

শ্রীপুর জমিদারীর প্রতিষ্ঠা সারদারঞ্জন পাল চৌধুরী। শ্রীপুর ও পার্শ্ববর্তী এলাকা জমিদারের আওতাধীন ছিল। শ্রীপুর জমিদার বাড়ি বিশাল প্রাসাদতুল্য মন কাড়া দৃষ্টি নন্দন বাড়ি। এখনো এ বাড়ির প্রবেশদ্বার তথা সিংহদ্বার ভগ্ন অবস্থায় পড়ে আছে।

শ্রীপুর জমিদারীর ইতিহাস সম্পর্কে জানা যায়, নবাব আলীবর্দ্দি খার নিকট হতে সারদারঞ্জন পাল চৌধুরী এ জমিদারী খরিদ করেন। বৈবাহিক সূত্রে বাংলার বারো ভূইয়ার অন্যতম যশোরের মহারাজা প্রতাপাদিত্যের সংগে সারদারঞ্জন পাল চৌধুরীর সম্পর্ক ছিল। মহারাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের সংগে জমিদার সারদারঞ্জন পাল চৌধুরীর মেয়ে বিভাপাল চৌধুরীর বিবাহ হয়েছিল। এ সূত্র ধরে মহারাজ প্রতাপাদিত্য শ্রীপুরে এসেছিলেন।

আরো জনশ্রুতি আছে এ বিভাপাল চৌধুরীকে কেন্দ্র করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‌বৌঠাকুরানীর হাট’ উপন্যাস রচনা করেন।

কিভাবে যাবেন –

মাগুরা সদর হতে উত্তরে ১৫ কি.মি. উত্তরে শ্রীপুর উপজেলা সদরে জমিদার বাড়ী অবস্থিত। মাগুরা হতে বাসযোগে শ্রীপুর স্ট্যান্ডে নেমে ১ কি.মি. শ্রীপুর-সাচিলাপুর রাস্তায় গেলে বামপার্শ্বে জমিদার বাড়ী।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: মার্চ 11, 2018

শ্রীপুর জমিদার বাড়ি – মাগুরা, সম্পর্কে পর্যটকদের রিভিউ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.