বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর – ব্রাহ্মণবাড়িয়া

বীরশ্রেষ্ঠরা জীবন দিয়ে দেশের মুক্তি এনে দিয়েছেন। তাঁদের অন্যতম সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামের মানুষ এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতি পরম যত্নে এখনও লালন করছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মাইল তিনেক দূরে দরুইন গ্রাম। এ গ্রামেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তাঁর সমাধিস্থলের পাশেই বড় পুকুর। পুকুর পাড়ের লম্বা তালগাছকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন মোস্তফা কামাল। তিনি যে জায়গাটিতে যুদ্ধ করেছিলেন সেখানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।

সেদিন মোস্তফা কামালের সহযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। তিনি জানান, মোস্তফা কামাল নিজের জীবন দিয়ে দুশ’র বেশি মুক্তিযোদ্ধাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন।

মোস্তফা কামাল শহীদ হওয়ার পর সেখানেই কয়েকদিন তার মরদেহ পড়ে ছিলো। পরে গ্রামের পরিস্থিতি শান্ত হলে স্থানীয়রা এসে মোস্তফা কামালকে পুকুরের অপর পাড়ে সমাহিত করেন।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: এপ্রিল 8, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.