নেভারল্যান্ড (মিরপুর -১) – ঢাকা

রাজধানীর মিরপুর-১ আশুলিয়া বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকায় ১২ একর জমির উপর  গড়ে উঠেছে নেভারল্যান্ড(Neverland) নামে একটি দৃষ্টিনন্দন শুটিং ও পিকনিক স্পট। আরও আছে একটি গেস্ট হাউজ ও রেস্টুরেন্ট । নেভারল্যান্ড রেস্টুরেন্টে  বাংলা-চাইনিজ খাবার পাওয়া যায়। কেউ খাবার অর্ডার দিলে খাবার পরিবেশকরা গিয়ে টেবিলে দিয়ে আসে।

তিনদিক নদীবেষ্টিত স্পটটিতে রয়েছে বাচ্চাদের জন্য খেলনা ও সকলর জন্য নদী ভ্রমনের ব্যবস্থা। চেয়ার-টেবিলের ব্যবস্থাও রয়েছে।

রাজধানী ঢাকার কোলাহল মুক্ত পরিবেশে, নদীর ধারে মুক্ত বাতাসে বন্ধু-বান্ধব কিংবা পরিবার –পরিজন নিয়ে সময় কটানোর জন্য উপযুক্ত একটি বিনোদন কেন্দ্র এই নেভারল্যান্ড। নদীর হিমেল হাওয়া ও বিশাল বৃক্ষরাজির কোমল ছায়ার মধ্যে বসে আড্ডা কিংবা সময় কাটানোর জন্য ঘুড়ে আসতে পারেন  নেভারল্যান্ড থেকে।

দৃষ্টিনন্দন নেভারল্যান্ড শুটিং / পিকনিক স্পটে প্রবেশ করতে কোন ফি লাগে না।

নেভারল্যান্ডের অবস্থান –

মিরপুর-১ আশুলিয়া বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকায় তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক  এর পাশে।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন কর্তৃপক্ষের সাথে।  মোবাইল নাম্বার – 01684095689 or 01676664979

নেভারল্যান্ড কিভাবে যাবেন –

 মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড কিংবা মাজার রোড নেমে রিকশায় নেভারল্যান্ড যাওয়া যাবে। পার্কের উদ্দেশে বেড়িবাঁধ সড়ক ধরে রিকশা এগোতে থাকলে নদীর ধারের পরিবেশ বেশ উপভোগ্য।

নিজেস্ব গাড়ীতে গাবতুলী বাসস্ট্যান্ড থেকে ১৫ মিনিটের দূরত্ব। আপনি চাইলে লেগুনায় করেও যেতে পারেন।

আশপাশের এলাকার অনেকেই বিকেল হলে ঘুরতে আসেন বেড়িবাঁধ এলাকায়। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে জনসমাগম তুলনামূলক বেশি হয়।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 6, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.