গুলিয়াখালি সমুদ্র সৈকত – চট্টগ্রাম

পূর্বে সিতাকুন্ড পাহাড়, উওর দক্ষিণে ম্যানগ্রোভ বন আর পশ্চিমে সৈকত(Guliyakhali Samodra Soikot) সব মিলিয়ে অসাধারণ এবং অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে আপনি একসাথে তিনটি স্থান দেখতে পাবেন। বলে রাখা ভাল যে এখানে খাবার এবং থাকার কোন ব্যবস্থা নেই।সকালে গিয়ে সন্ধ্যার আগেই বেক করা উচিৎ কারণ জায়গাটা জনমানবহীন।

যেভাবে যাবেন:

ঢাকা থেকে চট্টগ্রাম গামী বাসে উঠে সিতাকুন্ড বাজারে নামবেন। বাজার থেকে সিএনজি করে আপনি গুলিয়াখালি যেতে পারেন ভাড়া একজন ১০ টাকা করে। তারপর গুলিয়াখালি থেকে তিন কি:মি ভিতরে বীচ। কিংবা সিএনজি রিজার্ভ করে নিতে পারেন তাহলে আপনাকে বাঁধের সামনে পযর্ন্ত নিয়ে যাবে। রিজার্ভ ভাড়া ৩০০ টাকা নিবে।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 13, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.