নোয়াখালীর উপকুলীয় অঞ্চলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ধর্মপুর গ্রামে দৃষ্টিনন্দন গাছগাছালি পরিবেষ্টিত প্রায় ২৫ একর জায়গাজুড়ে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা করা হয়েছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক(Dream World Park)। শিশুসহ সব বয়সী বিনোদন পিপাসু মানুষের জন্য বৃহত্তর নোয়াখালীর সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র এ নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক।
ড্রিম ওয়ার্ল্ড পার্কে শিশুসহ সব বয়সীদের জন্য যেসব রাইড রাখা হয়েছে সেগুলো হলো সুইং কেয়ার, কিডি হেলিকপ্টার, সোয়ান বোট, ফ্লাওয়ার কাপ, কপি কাপ, কিডি ট্রেন, ফ্যামেলি ট্রেন, মেরি গো রাউন্ড, প্যারা টু পার্ক, বাইকিং বোট, নাগরদৌলা ইত্যাদি।
ড্রিম ওয়ার্ল্ড পার্ক ভিডিওতে দেখুন