বৃটিশ আমলে নির্মিত সাতগ্রাম জমিদার বাড়ী (Satgram zamindar bari) বাবুদের জমিদার বাড়ী। এই জমিদার বাড়ী থেকেই জমিদার বাবুরা অত্র এলাকা শাসন করতেন। জমিদারগন প্রজাদের মাঝে খাজনার বিনিময়ে জমি বরাদ্ধ দিতেন। খাজনা পরিশোধ করতে না পারলে তারা সাধারন প্রজাদের উপর খুবই অত্যাচার করতেন। জমিদার বাড়ীর চারদিকটা খুবই সুন্দর। জমিদার বাড়ীর পুকুর ঘাট, বাগান সহ অনেক সুন্দর জায়গা আছে।
কিভাবে যাওয়া যায়:
ঢাকা সিলেট মহা সড়কের পুরিন্দা বাসষ্ট্যান্ড নেমে রিকসায় অথবা পায়ে হেটে সাতগ্রাম বাবুর বাড়ী যাওয়া যায়।