টাঙ্গাইল জমিদার বাড়ির জন্য প্রসিদ্ধ৷ প্রতিটি জমিদারবাড়ি যেন একেকটি শিল্পকর্মে সমৃদ্ধ৷ সেই সময়ের রাজমিস্ত্রীরা বা যারাই এই পেশায় ছিলেন তারা যে কতটা মেধাবী ছিলেন তার পরিচয় মেলে রাজবাড়ির প্রত্যেক প্রতে পরতে।
তেমনি একটি রাজবাড়ি হলো আমাদের নাগরপুর উপজেলার মোকনা জমিদারবাড়ি। প্রাচীন সময়ের অন্যতম নিদর্শন। প্রায় ১০০ বছরের ও বেশি পুরনো এই জমিদারবাড়ি আজ ও সগৌরবে দাঁড়িয়ে আছে মামুদনগর ইউনিয়ন এর পাশ দিয়ে ধ্বলেশ্বরী নদীর ওপারে। একটা ব্যাপার খুব ই লক্ষণীয় যে ঐ সময় গুলোতে জমিদার রা তাদের বাড়ি গুলো এমন জায়গাতে ই করতেন যেখানে থেকে নদী বন্দর গুলো কাছে হয়।
মোকনা জমিদারবাড়ি তে ঢুকতে ই সেকেলে একটা ভাব বিদ্যমান। এত সুন্দর দরজার উপরের কারুকাজ দেখে মুগ্ধ না হয়ে পারা যায়না। সেই সাথে দারুন ফুল লতা পাতার কারুকাজ দেয়ালজুড়ে।।। যদিও সৌন্দর্য অনেকটা ই বিলীনের পথে যথোপযুক্ত সংস্কার এর অভাবে৷ এই জমিদারবাড়ি গুলো এখনো টিকিয়ে রাখার উপায় একটা ই সরকারিভাবে সংস্করন।
কিভাবে যাওয়া যায়:
নাগরপুর সদর হতে মামুদনগর ইউনিয়ন পরিষদ এর উপর দিয়ে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে যাওয়া যায়।
** বিঃদ্রঃ মোকনা জমিদার বাড়ী সম্পর্কে আপনার কাছে কোন তথ্য থকলে দয়া করে আমাদের জানান। আমাদের ইমেইল করুন – info@tourtoday.com.bd