বাংলা সাহিত্যের খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র কাহিনীকার ডা: নীহাররঞ্জন গুপ্তের পৈত্রিক নিবাস নড়াইলের লোহাগড়ার উপজেলার ইতনা গ্রামে। প্রায় ৭০ শতক জমির ওপর নীহাররঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়িটি অবস্থিত। বাড়িতে এখনোও একটি দ্বিতল বাড়ি, পুকুরসহ অসংখ গাছপালা রয়েছে। বাড়ির দুই দিকে রয়েছে দুটি প্রবেশপথ।
নীহার রঞ্জন গুপ্ত ১৯৮৬ সালের ২০ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতা শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯০ দশকে ডাক্তার নীহার রঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়িতে ইতনার চিত্রশিল্পী আলী আজগর রাজা ও শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস ‘শিশু স্বর্গ-২’ গড়ে তোলেন এবং এটির উদ্বোধন করেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী প্রয়াত এস এম সুলতান।
ওই বাড়িতে শিশুদের চিত্রকলার ওপর প্রশিক্ষণ দেওয়া হতো। পরবর্তীতে পৃষ্টপোষকতার অভাবে শিশু স্বর্গ-২ এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
অবস্থান – লোহাগড়া থেকে বাড়িটির দূরত্ব ১০ কিলোমিটার।