নক্ষত্রবাড়ি রিসোর্ট – গাজীপুর

ঢাকার কাছেই গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার প্রত্যন্ত এলাকায় মনোরম ও গ্রামীণ পরিবেশে  জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ গড়ে তুলেছেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নক্ষত্রবাড়ি রিসোর্ট (Nokkhottrobari Resort And Conference Center)।

এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে সবসময়। আর হাতের কাছে এমন সুন্দর, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে রাজধানীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুরের রিসোর্ট। এসব রিসোর্টে বিদেশি পর্যটকসহ দেশের খ্যাতিমান প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

২৫  বিঘা জমির ওপর নির্মিত সুনিবিড় ছায়াঘেড়া এ  ‘নক্ষত্রবাড়ি’ রিসোর্টে  নাটক ও চলচ্চিত্রের শুটিংয়ের পাশাপাশি অবকাশ যাপনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।

রিসোর্টে আরো আছে একটি সাজানো গোছানো কনফারেন্স সেন্টার। সারা বছর পিকনিক করার পাশাপাশি সপরিবারে রাত্রি যাপনের জন্য সবধরণের সুযোগ-সুবিধাসহ এখানে পুকুরের পানির ওপরেই তৈরি করা হয়েছে কাঠের কটেজ।  বিশাল দীঘি, দীঘিতে শান বাঁধানো ঘাট, কৃত্রিম ঝরনা, সুইমিং পুল. দোলনা, শালবন সবই আছে এখানে।

বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান, থাই, কন্টিনেন্টাল সব ধরনের খাবারের ব্যবস্থাই রয়েছে অতিথিদের জন্য।

ভাড়া: পানির ওপর কটেজগুলো ২৪ ঘণ্টার ভাড়া ১০ হাজার ৭৫২ টাকা। বিল্ডিং কটেজের ভাড়া কাপলবেড ৮ হাজার ২২২ টাকা এবং টু-ইন বেড ৬ হাজার ৯৫৮ টাকা। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা।

বিস্তারিত জানতে ভিজিট করুন রিসোর্টের নিজস্ব ওয়েব সাইট http://nokkhottrobari.com/  অথবা যোগাযোগ করুন: ০১৭৭২২২৪২৮১, ০১৮১৮২০৪৫৫৪

যেভাবে যাবেন:

নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের রাজাবাড়ী বাজারে নামতে হবে। পরে রাজাবাড়ী বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে চিনাশুখানিয়া গ্রামের বাঙালপাড়ায় গেলেই পেয়ে যাবেন তারকা দম্পতির স্বপ্নের নক্ষত্রবাড়ি।

 

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 3, 2018

নক্ষত্রবাড়ি রিসোর্ট – গাজীপুর, সম্পর্কে পর্যটকদের রিভিউ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.