শতবর্ষী দুবলিয়া মেলা(Dublia Mela) আবহমান বাংলার গৌরবময় ঐতিহ্য ও সব শ্রেণির মানুষের এক অকৃত্রিম মেলবন্ধন। ঐতিহ্যবাহী এ মেলা সাংস্কৃতিক দিক দিয়ে পাবনাকে যেমন করেছে সমৃদ্ধ তেমনি দুবলিয়াবাসীকে করেছে গর্বিত। , পাবনা শহর থেকে ১৫/ ১৬ কি.মি. পূবে অবস্থিত দুবলিয়া কৃষি, স্বাস্থ্য, যোগযোগ ও শিক্ষায় এক সময়ের পশ্চাদপদ ছিল। এখন এ এলাকাতে সত্যিকারের পূবের হাওয়া লেগেছে। সে দিনের সেই অজো পাড়া- গাঁ যেখানে বলতে গেলে প্রাথমিক শিক্ষার সুব্যবস্থা ছিল না সেখানে আমরা হাইস্কুল, নারী শিক্ষার প্রসারে গার্লস হাইস্কুল আর উচ্চ শিক্ষার দিগন্ত খুলে দিতে ডিগ্রী কলেজ করেছি। অনার্স কোর্স চালু হয়েছে। শিক্ষার ছোঁয়া লেগেছে এখানকার কৃষি ব্যবস্থাতেও। আর রাস্তাঘাটের উন্নয়ন হওয়ায় এলাকার অর্থনৈতিক সমৃদ্ধিতে তা প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করছে। দুবলিয়া আজ অচেনা অখ্যাত, অনুন্নত নয় বরং গোটা জেলায় এক নামে পরিচিত। আর দুবলিয়ার এমন উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে অতীতের মত ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।
অধ্যক্ষ বিশ্বাস দুবলিয়া মেলা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এর বনেদী ঐতিহ্য বজায় থাকে সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন। তিনি বলেন এ এলাকার গৌরব ধরে রাখতে হলে এ এলাকার প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন মেলার দর্শনার্থীরা যেন মেলায় সুন্দর পরিবেশে কেনাকাটা করতে পারে সেদিকে তিনি সবাইকে আন্তুরিক হতে অনুরোধ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ পাবনা সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট তোরাব আলী খান। তিনি বলেন, দুবলিয়া মেলার উৎসব সব ধর্ম- বর্ণর মানুষের জন্য। এর আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। এ মেলায় সবাই শান্তিপূর্ণভাবে নির্মল বিনোদন আর কেনাকাটার জন্য আসে। এ ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ নাজমূল হোসেন বিশ্বাস, সাদুল্লাপুর ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি রইচ খান, মানবকণ্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, আনসার ভিডিপি পরিচালক আব্দুল খালেক খান পিভিএম, মেলা কমিটির সভাপতি মিনাজ খান, সেক্রেটারি মোজাফ্ফর খান, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, আব্দুস সবোহান খান, ইউপি সদস্য আলাউদ্দিন মৃধা, ডাবলু খান, খলিল মেল্লা, কামরুর ইসলাম খান, মরহুম হাজী জসীম উদ্দিন এর নাতি মিঠু ও মানিক বিশ্বাস, বাবলু বিশ্বাস, আব্দুল বারেক প্রাং প্রমুখ। এছাড়াও এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অধ্যক্ষ (অব:) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলা কমিটির পক্ষ থেকে বলা হয় কলেজ মাঠে মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন এসে কেনাকাটা করবে নির্ভয়ে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়িরা এসে নির্বিঘেœ ব্যবসা করে যেতে পারবেন বলে তারা আশ্বস্ত করেন।
কিভাবে যাবেন
পাবনা দুবলিয়া