তামাবিল – সিলেট

সিলেটের দর্শনীয় স্থান গুলোর যদি সংক্ষিপ্ত  লিষ্ট করা হয় তার মধ্যে  তামাবিল(Tamabil) অন্যতম দর্শনীয় স্থান এর নাম। চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝে স্বচ্ছ পানির লেক আপনাকে দিবে অন্যরকম এক ভালোলাগার অনুভুতি। তামাবিল স্থল বন্দরটি  সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র ৫৬ কি.মি। জাফলং জিরো পয়েন্ট নামেও পরিচিত।

সীমান্তবর্তী এলাকা  হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড় পর্বত, ঝর্না, আর জলপ্রপাত দেখা যায়। সীমান্তের ওপারে অনেকগুলো জলপ্রপাত রয়েছে এগুলো বিকেল বেলা ও গোধূলীর সময় দেখতে চমৎকার লাগে। নয়নাভিরাম এসব দৃশ্য দেখতে প্রতিদিন শত শত দর্শণার্থী ভীড় জমায় তামাবিল সীমান্তে। ভারত থেকে বাংলাদেশে কয়লা আসে এই স্থলবন্দর দিয়ে। তামাবিলের ওপারে ভারতের মেঘালয় রাজ্য।

থাকা-খাওয়ার ব্যবস্থাঃ

সিলেট শহরের মাজার রোডের একদম মাথায় মানে আম্বর খান মোড়ে থাকার জন্য একটা হোটেল রয়েছে। ২ বেডরুম (৪ বেড) এর জন্য ৭০০ টাকা ভাড়া। নিচেই খাবার দোকান। দোকানের গ্রিল চিকেন এর স্বাদ ভালো। এছাড়া খাওয়ার জন্য কাছেই জিন্দা বাজারে অনেক রেস্টুরেন্ট রয়েছে। এসব রেস্টুরেন্টএর খাওয়ার দাম এবং স্বাদ দুটোই ভালো।

কিভাবে যাবেনঃ

সিলেটে বাসে ও ট্রেনে ভ্রমণ করা যায়। তবে বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশ আরামদায়ক। ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেল ষ্ট্রেশন গিয়ে কামরা ভাড়া করে গেলে আরামে যাওয়া যায়। বাসে গেলে গ্রীনল্যান্ড ও সোহাগ পরিবহনে সিলেটে ভ্রমণ করা যায়।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: সাফায়েত,
সর্বশেষ আপডেট হয়েছে: February 27, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.