মোগল আমলে নির্মিত বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ কদিম হামজানি মসজিদ (Kadim Hamjani Jame Mosque/Masjid)।কদিম হামজানি মসজিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় বংশাই নদীর তীরে কদিম হামজানি নামক গ্রামে অবস্থিত। বর্তমানে এ মসজিদটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে স্বীকৃত এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত একটি স্থাপনা।
এই মসজিদের পাশেই রয়েছে বাংলাদেশের আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা শামছুল হক এর সমাধি ।
কিভাবে যাবেন
ঢাকার মহাখালী, আব্দুল্লাহপুর থেকে নিরালা, শুভেচ্ছা, বিনিময় সহ বেশ কিছু বাস সার্ভিস রয়েছে। ঢাকা থেকে টাঙ্গাইল এসি আর নন এসি গাড়িতে ভাড়া যথাক্রমে ২৫০ থেকে ১৬০ টাকা, আর রেলপথে ভাড়া ১০০-২৮০ টাকা হতে পারে।
টাঙ্গাইল থেকে মিনি বাস বা সি এন জি তে করে কালিহাতি উপজেলায় যেতে পারবেন।