ইসলামিয়া সরকারি কলেজ(Islamia Sorkari College) বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে ১৯২১ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।
১৯২১সালে কওমী মাদ্রাসা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এরপর ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজ (আইআই কলেজ) হিসেবে এর নামকরণ করা হয়। ১৯৮৪ সালে জাতীয়করণ করার মাধ্যমে বর্তমান ইসলামিয়া সরকারি কলেজ নামকরণ করা হয়।
সলামিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে বিবিএ, বিএসসি অনার্স কোর্স করার ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাবেন
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান
আস-সালামু আলাইকুম!
ভাউ,
এত্তোকিছু থাকতে, এই যেমন হার্ডপয়েন্ট/ক্লোজার/চায়না বাঁধ ক্রসবার্ম/ইলিয়ট ব্রীজ ইত্যাদি থাকতে, আই এ কলেজ নিয়ে লিখতে হবে কেন?
দয়াকরে লেখার পূর্বে এট্টু রিসার্চ কইরেন। ধন্যবাদ!