আলাদীন’স পার্ক – ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা/কুল্লা বাসস্ট্যান্ডের সেতুর দক্ষিণে কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় রয়েছে এই আলাদীন’স পার্ক (Aladin’s Park)। একদিনের জন্য পরিবার নিয়ে ঘুরে স্বল্প খরচে ঘুরে আসার মত অন্যতম বিনোদন পার্ক এটি। বিশেষ করে সাভার, ধামরাইবাসিরা খুব সহজে পরিবারসহ এই আলাদীন’স পার্কে গিয়ে বিনোদন উপভোগ করতে পারেন।

প্রায় ৪০ বিঘা জমির উপর নির্মিত এই পার্কে বিনোদনের পাশাপাশি বিভিন্ন স্কুল,কলেজ, ইউনিভার্সিটি এবং সংগঠন-সমিতির অনুষ্ঠান করার জন্য আরও পাচ্ছে কনভেনশন হল এবং সুবিশাল পিকনিক স্পট।

বড় ও ছোটদের জন্য বিনোদনের রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার, বুল রাইড, ডাবল ডেক কেরোসেল, স্পিড স্পিনিং কার, হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, মিনি সুইট ড্যান্সিং, কিডি বল গান,ম্যাজিক শো,টয়ট্রেন, কিডি রাইডস জোন, প্যাডেল বোট ও ১২D ডায়নামিক সিনেমা হল।

ওয়াটার পার্কে নারী-পুরুষের আলাদা চেঞ্জিং রুম আছে। এছাড়া লকার সুবাবস্থা আছে। ওয়াটার পার্কে ৩টি পুল আছে। এদের মধ্যে একটি কিড ওয়াটার পুল যেটা বাচ্চাদের খেলাধুলা এবং গোসলের জন্য বিশেষ উপযোগী।

আরেকটি পুল ওয়েভ বা ঢেউ বিশিষ্ট পুল যেখানে কৃত্তিম ঢেউ সৃষ্টি করে। আরেকটি পুলে আছে ৩টি স্লিপার। ৪তলা উচু টাওয়ারে উঠে স্লিপারে স্লাইড করে নামবেন পুলের পানিতে।

প্রবেশ মূল্য – আলাদীন’স পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি ২০০টাকা এবং ওয়াটার পার্ক এবং রিসোর্টের প্রবেশমূল্য জনপ্রতি ৩০০টাকা। এছাড়া আলাদীন’স পার্কে প্রবেশ + সব রাইড প্যাকেজের মূল্য জনপ্রতি ৪৫০টাকা এবং আলাদীন’স পার্ক+ওয়াটার পার্ক+সব রাইড প্যাকেজের মূল্য জনপ্রতি ৬৫০টাকা। আরও একটি প্যাকেজ আছে, আলাদীন’স পার্ক+ওয়াটার পার্ক+সব রাইড+খাবার প্যাকেজের মূল্য ৮৫০টাকা এবং বিশেষ করে সর্বশেষ এই পাকেজটি ফ্যামিলি প্যাকেজ হিসেবে (৪জন) নিতে পারেন মাত্র ৩২০০টাকায়।

(বিঃদ্রঃ সময়ের পরিবর্তনের সাথে এসব প্যাকেজ মূল্য পরবর্তীতে পরিবর্তন হতে পারে।)

যোগাযোগ –

ধামরাই – 01610555033 /01610555077
ময়মনসিংহ – 01831003064/01831003065
হেড অফিস –01610555055/01610555066

আলাদীন’স পার্কের অফার ও বিস্তারিত জানতে পার্কের নিজেস্ব ফেইসবুক পেইজ ভিজিট করুন। পার্কের নিজেস্ব ফেইসবুক পেইজ ভিজিট করতে এখানে ক্লিক করুন।

কিভাবে যাবেনঃ

ঢাকা থেকে যারা যাবেন তারা চাইলে গুলিস্তান থেকে গাবতলি হয়ে ধামরাই উদ্দেশ্যে বাসে করে ধামরাই এর ঢুলিভিটা বাস স্ট্যান্ড নামবেন ( ডি. লিঙ্ক এবং শুভ যাত্রা ভাড়া ৫০+/-)।ঢুলিভিটা বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে লোকাল অটো/সি.এন.জি/নসিমন/ইজিবাইকে জনপ্রতি ২০/২৫টাকা দিয়ে সিতি পল্লি বাজার চলে আসবেন। বাজারের সামনেই আলাদীন’স পার্ক।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: সাফায়েত,
সর্বশেষ আপডেট হয়েছে: March 10, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.