Travel Style: নদী ও সমুদ্র সৈকত

মেরিন ড্রাইভ – কক্সবাজার
বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার দীর্ঘ সড়কটিই কক্সবাজার মেরিন ড্রাইভ (Marine Drive)।
আরও পড়ুন
গুলিয়াখালি সমুদ্র সৈকত – চট্টগ্রাম
পূর্বে সিতাকুন্ড পাহাড়, উওর দক্ষিণে ম্যানগ্রোভ বন আর পশ্চিমে সৈকত সব মিলিয়ে অসাধারণ এবং অসম্ভব সুন্দর একটা জায়গা।
আরও পড়ুন
চিত্রা রিসোর্ট – নড়াইল
চিত্রা নদীকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য একটু ভিন্ন ধাঁচের পার্ক চিত্রা রিসোর্ট (Chitra Resort)।
আরও পড়ুন
ময়না দ্বীপ – ময়মনসিংহ
ময়মনসিংহ শহরের অতি নিকটে ব্রহ্মপুত্রের দু’টি ধারা দু’বেশ কিছু দূর গিয়ে আবার একই ধারায় মিলিত হয়েছে। এর মাঝে তৈরি হয়েছে একটি বৃহৎ ব-দ্বীপের।এই দ্বীপটিকে সবাই ময়নার চর বলে ডাকে।
আরও পড়ুন
মহেশখালী – কক্সবাজার
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী কক্সবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান।
আরও পড়ুন
নরসুন্দা লেকসিটি – কিশোরগঞ্জ
নরসুন্দার বড়পাড়ে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের পুকুর, ভাসমান মুক্তমঞ্চ, পর্যবেক্ষণ টাওয়ার এখনই মানুষের পদচারণায় মুখর।
আরও পড়ুন