Travel Style: ঐতিহাসিক স্থান
হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই দেশে কালের বিবর্তনে তৈরী হয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান যার মধ্যে খুব কম ঐতিহাসিক স্থান সমুহের নামই আমরা জানি এবং বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে বিবেচনা করি। সমৃদ্ধ এই বাংলাদেশের রাজা-বাদশা, জমিদার, নায়েব গোমস্তা সহ সকল ঐতিহাসিক দর্শনীয় স্থান সমুহের বিবরন একসাথে একযোগ দেখুন TourTodayBD তে।

তাজহাট জমিদারবাড়ী – রংপুর
দেশের সুবিশাল ও অনন্য সুন্দর স্থাপনাগুলোর মধ্যে তাজহাট জমিদারবাড়ী অন্যতম।
আরও পড়ুন
আরণ্যক রিসোর্ট – রাঙামাটি
রাঙামাটি শহরের সেনানিবাস এলাকায় অপরুপ সুন্দর ছায়া ঘেড়া প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা আরণ্যক রিসোর্ট যেন শিল্পির তুলিতে আকা নিখুদ একটি ছবি।
আরও পড়ুন
শাহী ঈদগাহ – সিলেট
শাহী ঈদগাহ দেশের প্রাচীনতম ঈদগাহ । মনোমুগ্ধকর কারুকার্যময় এই ঈদগাহটি মোগল ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন।
আরও পড়ুন
মনিপুরী রাজবাড়ি – সিলেট
সিলেট নগরের মির্জা জাঙ্গালে মনিপুরী রাজবাড়ী প্রাচীন স্থাপত্য কীর্তির অন্যতম নির্দশন।
আরও পড়ুন
জিতু মিয়ার বাড়ী – সিলেট
১৮৯১ সালে চুন সুরকি দিয়ে নির্মিত মুসলিম স্থাপত্য কলার অনন্য নিদর্শন এ দালানটি নির্মাণ খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে জিতু মিয়া।
আরও পড়ুন
আলী আমজাদের ঘড়ি – সিলেট
মূলত একটি বিরাটাকায় ঘড়ি, একটি ঘরের চূড়ায় স্থাপিত।
আরও পড়ুন