Travel Style: ঐতিহাসিক স্থান
হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই দেশে কালের বিবর্তনে তৈরী হয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান যার মধ্যে খুব কম ঐতিহাসিক স্থান সমুহের নামই আমরা জানি এবং বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে বিবেচনা করি। সমৃদ্ধ এই বাংলাদেশের রাজা-বাদশা, জমিদার, নায়েব গোমস্তা সহ সকল ঐতিহাসিক দর্শনীয় স্থান সমুহের বিবরন একসাথে একযোগ দেখুন TourTodayBD তে।

হরিশ্চন্দ্রের পাঠ – নীলফামারী
এটি চাড়াল কাটা নদীর দক্ষিণ তীরে প্রায় এক বিঘা জমির উপর উঁচু ঢিবি।
আরও পড়ুন
কুন্দ পুকুর মাজার – নীলফামারী
সূদুর পারস্য হতে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য হযরত মহিউদ্দিন চিশ্তি (রাঃ) আসেন। ইসলামের এ মহান সাধকের মাজার‘ কুন্দুপুকুর মাজার’ হিসাবে পরিচিত ।
আরও পড়ুন
চিনি মসজিদ – নীলফামারী
সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। ব্যবসা বানিজ্যের জন্য এই শহরটি অনেক আগে থেকেই প্রসিদ্ধ এছাড়াও রেলের শহর হিসেবেও এটি পরিচিত।
আরও পড়ুন
ধর্মপালের গড় – নীলফামারী
পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পালের (৭৯৫ খ্রিঃ) মৃত্যুর পর তাঁর পুত্র ধর্মপাল রাজ সিংহাসনে আরোহণ করেন।
আরও পড়ুন
কাকিনা জমিদার বাড়ী – লালমনিরহাট
১৬৮৭ খ্রিস্টাব্দে মোগলদের দেয়া সনদমূলে কাকিনার জমিদারির সূচনা হয়।
আরও পড়ুন
নাওডাঙ্গার জমিদার বাড়ি – কুড়িগ্রাম
অবিভক্ত ভারতবর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী এটি নির্মাণ করেন।
আরও পড়ুন