Travel Style: ঐতিহাসিক স্থান
হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই দেশে কালের বিবর্তনে তৈরী হয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান যার মধ্যে খুব কম ঐতিহাসিক স্থান সমুহের নামই আমরা জানি এবং বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে বিবেচনা করি। সমৃদ্ধ এই বাংলাদেশের রাজা-বাদশা, জমিদার, নায়েব গোমস্তা সহ সকল ঐতিহাসিক দর্শনীয় স্থান সমুহের বিবরন একসাথে একযোগ দেখুন TourTodayBD তে।

তেঁতুলিয়া ডাক বাংলো – পঞ্চগড়
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে একটি ঐতিহাসিক ডাক বাংলো আছে।
আরও পড়ুন
গোলকধাম মন্দির – পঞ্চগড়
এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
আরও পড়ুন
বার আউলিয়া মাজার – পঞ্চগড়
‘বার আউলিয়া’ গ্রামে বার জন আউলিয়ার মাজারটি অবসি’ত।
আরও পড়ুন
মির্জাপুর শাহী মসজিদ – পঞ্চগড়
মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ১৬৫৬ সালে নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন
বদেশ্বরী মহাপীঠ মন্দির – পঞ্চগড়
আশ্রয়স্থলটি ছিল একটি ভাঙা দুর্গ। সেটি বদেশ্বরী মন্দির ।
আরও পড়ুন
ভিতরগড় – পঞ্চগড়
এটি বাংলাদেশের সর্ববৃহৎ দুর্গনগরী। ভিতরগড়ের বাইরের আবেষ্টনীর উত্তর দেয়াল এবং পূর্ব ও পশ্চিম দেয়ালের উত্তরাংশ বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার অর্ন্তগত।
আরও পড়ুন