Travel Style: পাহাড়ি অঞ্চল
![তিন্দু বান্দরবানের দর্শনীয় স্থান ও বাংলাদেশর অন্যতম ভূ-সর্গ](https://bangla.tourtoday.com.bd/wp-content/uploads/2017/07/tindu-thanchi-bandarban-500x305.jpg)
তিন্দু – বান্দরবান
অপরূপ সৌন্দর্য্য ও প্রকৃতির অপার লীলায় সজ্জিত বান্দরবান জেলার থানচি উপজেলা। এ উপজেলার সবচেয়ে দর্শনীয় স্থান হলো তিন্দু। স্থানীয়দের মতে তিন্দু হচ্ছে বাংলাদেশর অন্যতম ভূ-সর্গ।
আরও পড়ুন![নীল দিগন্ত বান্দরবানের দর্শনীয় স্থান](https://bangla.tourtoday.com.bd/wp-content/uploads/2017/07/nil-dhintho-500x305.jpg)
নীল দিগন্ত – বান্দরবান
নীল দিগন্ত থেকে পুরো থানচিসহ প্রতিবেশি দেশ মিয়ানমারের উচুঁ পাহাড়-পর্বতগগুলো সহজেই দেখা যায়। বর্ষায় মেঘের লুকোচুরি ও খেলা মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
আরও পড়ুন![](https://bangla.tourtoday.com.bd/wp-content/uploads/2017/07/niladri-500x305.jpg)
নীলাদ্রি লেক – সুনামগঞ্জ
ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাথর কোয়ারি পর্যটকদের কাছে এখন নীলাদ্রি লেক নামে পরিচিত। নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাটে।
আরও পড়ুন![টেকনাফ সমুদ্র সৈকত](https://bangla.tourtoday.com.bd/wp-content/uploads/2017/07/Teknaf-Beach-500x305.jpg)
টেকনাফ সমুদ্র সৈকত – কক্সবাজার
টেকনাফ সমুদ্র সৈকত (Teknaf Beach) দেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সুন্দর সৈকতগুলোর একটি।
আরও পড়ুন![ইনানী সমুদ্র সৈকত](https://bangla.tourtoday.com.bd/wp-content/uploads/2017/07/inani-beach-coxs-bazar-500x305.jpg)
ইনানী সমুদ্র সৈকত – কক্সবাজার
কক্সবাজার থেকে টেকণাফ পর্যন্ত দীর্ঘ একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানী সৈকত।
আরও পড়ুন![](https://bangla.tourtoday.com.bd/wp-content/uploads/2017/07/lalgat-jorna-500x305.jpg)
লালঘাট ঝর্ণাধারা – সুনামগঞ্জ
আদিবাসী পল্লীঘেঁষা মেঘালয় পাহাড় থেকে প্রবাহিত সুনামগঞ্জ সীমান্তের ‘লালঘাট ঝর্ণাধারা’ প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসু ও পর্যটকদের নিকট এখন নতুন ঠিকানা হয়ে ওঠছে।
আরও পড়ুন