সিলেট জেলার দর্শনীয় স্থান
দুটিপাতা একটি কুঁড়ির দেশ সিলেট। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটের রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটের দর্শনীয় স্থান গুলোর মধ্যে নজরকাড়া চা বাগানগুলোর সৌন্দর্য দেশী বিদেশী পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে স্ব-মহীমায়। চা বাগানের পাশাপাশি সিলেটে রয়েছে রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, তামাবিল, জাফলং ও বিছানাকান্দি সহ অসংখ দর্শনীয় স্থান। সিলেটে বসবাসকারি বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। সিলেটে আদিবাসীদের মধ্যে মনিপুরী সম্প্রদায়ের মনিপুরী নাচে বিখ্যাত। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, চা বাগান, বিভিন্ন রিসোর্ট, হযরত শাহজালাল (রঃ) ও শাহপরাণ (রঃ) এর মাজার সহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান থাকায় সিলেটকে দেশের অন্যতম সেরা পর্যটন নগরী বলা যেতেই পারে।
হাকালুকি হাওর – সিলেট
প্রায় প্রায় ২৩৮টি বিল নিয়ে গঠিত হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
আরও পড়ুনতামাবিল – সিলেট
সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড় পর্বত, ঝর্না, আর জলপ্রপাত দেখা যায়। যা আপনাকে দিবে অন্যরকম এক অনুভুতি।
আরও পড়ুনলালাখাল – সিলেট
পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা-বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে তাই প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী।
আরও পড়ুনভোলাগঞ্জ – সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারীর অবস্হান।
আরও পড়ুনঅপরূপা জাফলং – সিলেট
প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং।
আরও পড়ুন