সিলেট ভ্রমন
বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ। সিলেট বিভাগ মূলত চা বাগানের জন্য বিখ্যাত হলেও এর উত্তর, পূর্ব ও দক্ষিণদিকে উঁচু উঁচু পর্বত শ্রেণীর আর পাহাড়ী অঞ্চল মেঘালয়া, খাসিয়া, জয়ন্তীয়া, ত্রিপুরার পাহাড়ের মাঝামাঝি বিস্তীর্ণ এলাকাটিতে বিভিন্ন জলপ্রপাত, নদী ও হাওর থাকায় এই বিভাগে সব সময় পর্যটকদের আনাগোনা থাকে। যার অপরূপ প্রকৃতির লীলা নিকেতন সিলেট ভ্রমনে পর্যটকদের টেনে আনে বার বার।
শিমুল ফুলের বাগান – সুনামগঞ্জ
মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপারে শিমুল ফুলের বাগান বা বন যাই বলি না কেন, এটি এখন পর্যটকদের নতুন গন্তব্য।
আরও পড়ুনবর্ষিজোড়া ইকোপার্ক – মৌলভীবাজার
মৌলভীবাজার শহরের প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পাশে পাহাড়ি উঁচু-নিচু টিলা আর দেশি-বিদেশি নানা প্রজাতির বৃক্ষরাজির সমারোহ ও দৃষ্টিনন্দন প্রাচীরবেষ্টিত বর্ষিজোড়া ইকোপার্ক।
আরও পড়ুন