সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান
যমুনা নদীর পশ্চিম তীরে এবং ঢাকা শহর হতে প্রায় ১১০ কিলোমিটার উত্তর পশ্চিমে প্রাকৃতিক শোভায় সুশোভিত সিরাজগঞ্জ জেলায় রয়েছে বহু দৃষ্টিনন্দন স্থান। যমুনা নদী বিধৌত এ জেলার ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন বৈচিত্রময়। সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে বাঘাবাড়ি নদী বন্দর, হার্ড পয়েন্ট, ছয় আনি পাড়া দুই গম্বুজ মসজিদ, নবরত্ন মন্দির, জয়সাগর দিঘী, শাহজাদপুর মসজিদ, ইলিয়ট ব্রীজ, চলন বিল, মখদুম শাহের মাজার, যমুনা বহুমূখী সেতু, বঙ্গবন্ধু স্কয়ার, সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ, . ইকো পার্ক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর বাড়ী বেশ জনপ্রিয়।