খুলনা জেলার দর্শনীয় স্থান
সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা জেলায় বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত এবং খূলনা শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে সুন্দরবন,, রেলস্টেশনের কাছে মিস্টার চার্লির কুঠিবাড়ি, দক্ষিণডিহি, পিঠাভোগ, রাড়ুলী, সেনহাটি, বকুলতলা, শিরোমণি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি সৌধ, চুকনগর, গল্লামারী, খানজাহান আলী কর্তৃক খননকৃত বড় দীঘি, মহিম দাশের বাড়ি, খলিশপুর সত্য আশ্রম বেশ জনপ্রিয়।
দক্ষিণডিহি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি
গ্রামের ঠিক মধ্য খানে রয়েছে এক জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণ। ওই বাড়িতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ-মৃণালিনীর স্মৃতিধন্য দোতলা ভবন। এটাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি।
আরও পড়ুনবিভাগীয় জাদুঘর – খুলনা
খুলনা বিভাগীয় জাদুঘর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন