ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান
মাইকেল মধূসদন দত্তের কপোতাক্ষ নদীর তীরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের প্রাচীন একটি জেলা ঝিনাইদহ। ঝিনাইদহ বেড়ানোর জন্য যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে নলডাঙ্গা রাজবাড়ি, সাতগাছিয়া মসজিদ, বারবাজারের প্রাচীন মসজিদ, গাজীকালু চম্পাবতীর মাজার, শৈলকূপা জমিদার বাড়ি, খালিশপুর নীলকুঠি, গলাকাটা মসজিদ, জোড় বাংলা মসজিদ, পায়রা দূয়াহ্, শাহী মসজিদ, শিব মন্দির, ঢোল সমুদ্রের দীঘি, মিয়া বাড়ির দালান, পাঞ্জু শাহ’র মাজার, কে,পি, বসুর বাড়ী, সুইতলা মল্লিকপুর, বলুদেওয়ানের মাজার বেশ জনপ্রিয়।
শৈলকুপা শাহী মসজিদ – ঝিনাইদহ
সুলতান আলাউদ্দিন হোসেন শাহের যোগ্য উত্তরাধিকারী সুলতান নাসির উদ্দিন নুসরত শাহর- শাসনামলে এটি নির্মিত।
আরও পড়ুনজোড় বাংলা মসজিদ – ঝিনাইদহ
আলাউদ্দিন হুসাইন শাহ এর পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন।
আরও পড়ুনখালিশপুর নীলকুঠি ভবন – ঝিনাইদহ
খালিশপুর নীলকুঠিটি কপোতাক্ষ নদের তীরে অবস্থিত।
আরও পড়ুনশৈলকূপা জমিদার বাড়ি – ঝিনাইদহ।
যশোর জেলার আবাইপুর এলাকায় শিকদার স্ট্রীট এর জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার রামসুন্দর শিকদার।
আরও পড়ুনগাজী কালু ও চম্পাবতীর মাজার – ঝিনাইদহ
বারবাজারের ঐতিহ্য ও দর্শনীয় স্থান হিসাবে গাজী-কালু-চম্পাবতীর মাজার শরীফ
আরও পড়ুনসাতগাছিয়া মসজিদ – ঝিনাইদহ
এ মসজিদটি ১৯৭৮ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে সাতগাছিয়ার গ্রামবাসীর সামনে উন্মোচিত হয়।
আরও পড়ুন