বাগেরহাট জেলার দর্শনীয় স্থান

সুন্দরবনে বাঘের বাস, দাড়টানা ভৈরব পাশ, সবুজ শ্যামলে ভরা নদী বাঁকে বসতো যে হাট তার নাম বাগেরহাট। বাগেরহাট জেলা বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য বেশ ভূমিকা পালন করে আসছে। দেশি বিদেশী পর্যটকদের অন্যতম পছন্দের স্থান ষাট গম্বুজ মসজিদ এই বাগেরহাটেই অবস্থিত। তাছাড়া খান জাহান আলী-এর মাজার, সুন্দরবন, মংলা বন্দর, রেজা খোদা মসজিদ, জিন্দা পীর মসজিদ, ঠান্ডা পীর মসজিদ, সিংগাইর মসজিদ, বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, নয় গম্বুজ মসজিদ, কোদলা মঠ, রণবিজয়পুর মসজিদ, দশ গম্বুজ মসজিদ, সুন্দরবন রিসোর্ট, বারাকপুর, চন্দ্রমহল, রনজিতপুর ইত্যাদি বেশ জনপ্রিয় স্থান।

ষাট গম্বুজ মসজিদ – বাগেরহাট

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (2 ভোট, গড়: 5.00 / 5)
Loading...

খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।

আরও পড়ুন