নোয়াখালী জেলার দর্শনীয় স্থান
গাঙ্গেয় পলিমাটি সমৃদ্ধ উপকূলীয় জেলা নোয়াখালী। মেঘনার মোহনায় সমুদ্রের উদার স্পর্শে এ এলাকার মানুষগুলো হয়ে উঠেছে উদার হৃদয়, আতিথি পরায়ণ আর কর্মঠ। আরবীয় ইংরেজ আর গ্রীক সভ্যতার মিশ্রনে নোয়াখালী শহর গড়ে উঠেছিলো এক অপরুপ রুপসী সাজে। কিন্তু উনবিংশ শতাব্দীর প্রথম থেকেই আবিশ্বাস্যভাবে ভাঙ্গন শুরু হয় এ জনপদের। মাইলের পর মাইল সেই ঐতহ্যবাহী জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই সাথে বিলীন হয়ে যায় হাজার বছর ধরে গড়ে উঠা সমৃদ্ধশালী ঐতিহ্যের চিহ্ন। তবে রয়ে গেছে অল্প কিছু নিদর্শন যেমন হরিণারায়ণ পুর জমিদার বাড়ি, দৃষ্টি নন্দন বজরা শাহী মসজিদ, মাইজদী বড় দীঘি, কমলা রাণীর দীঘি, সোনাপুরে লুর্দের রাণীর গীর্জা, উপমহাদেশ খ্যাত সোনাইমুড়ির জয়াগে অবস্থিত গান্ধি আশ্রম। তছাড়া নিঝুম দ্বীপ, হাতিয়া, মনপুরা দ্বীপ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মুসাপুর বেড়ীবাঁধ ও বেশ জনপ্রিয় দর্শনীয় স্থান।

বজরা শাহী মসজিদ – নোয়াখালী
বজরা শাহী মসজিদ মোগল সাম্রাজ্যের স্মৃতি বহন করছে।
আরও পড়ুন
নিঝুম দ্বীপ – নোয়াখালী
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত নিঝুম দ্বীপ।
আরও পড়ুন