লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান
উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের নয়নাভিরাম সৌন্দর্য যে কোন মানুষের মনে দাগ কাটে গভীর ভাবে। এই জেলার নামের সাথে নারিকেল,সুপারী আর ধানের কথা বলা হলেও মূলত জেলাবাসী মেঘনা নদীর কথা পরিচিতির সাথে জুড়ে দিতে পছন্দ করে। ইলিশ এখন এ জেলাবাসীর একমাত্র গর্বের ঐতিহ্য। আর কমলনগর ও রামগতির মহিষের দধি তো দেশ বিখ্যাত। সব কিছু মিলেই লক্ষ্মীপুর পর্যটনের এক সম্ভাবনাময় জেলা। দালাল বাজার জমিদার বাড়ী, কামানখোলা জমিদার বাড়ী, তিতা খাঁ জামে মসজিদ, জ্বীনের মসজিদ, খোয়া সাগর দিঘী, মটকা মসজিদ, মজু চেীধুরী ঘাট, মতিরহাট ও মেঘনার বুকে ভাসমান চর, মজু চৌধুরীর হাট সুদৃশ্যমান সুইচগেট, রামগঞ্জের লক্ষ্মীধরপাড়া দিঘী, রামগতির প্যারাবন লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান।
মেঘনা নদী – লক্ষ্মীপুর
মেঘনা নদী বাংলাদেশের একটি বড় নদী। এ নদীতে প্রচুর রূপালী ইলিশ পাওয়া যায়
আরও পড়ুন