বরিশাল ভ্রমন
খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশের প্রথম এবং দক্ষিণাঞ্চলের প্রাচীন জনপদ বরিশাল বিভাগ। বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদের্শন আর অসংখ্য নদী-নালা, খাল-বিল ও সবুজ বেষ্টনী ঘেরা প্রাচ্যের ভেনিস এই বরিশাল। রত্নগর্ভা এ বরিশাল বিভাগে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান যার মাধ্যমে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকগন তাদের ভ্রমন তৃষ্না নিবারন করে। বরিশাল বিভাগ মূলত – ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর , বরগুনা, ও ভোলা জেলা নিয়ে গঠিত এবং প্রতিটি জেলায় রয়েছে অসংখ দর্শনীয় ও ঐতিহাসিক স্থান । বরিশাল বিভাগের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হল – সমুদ্র কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা বৌদ্ধ মন্দির, বাংলার ফ্লোটিং মার্কেট হিসাবে খ্যাত কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার, স্বরুপকাঠীর পেয়ারা বাগান, সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ী ও মনপুরা দ্বীপ।
হরিণঘাটা বনাঞ্চল ও পর্যটন কেন্দ্র – বরগুনা
একদিকে বিস্তীর্ণ সাগরের হাতছানি আর অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যাদের মুগ্ধ করে তাদের জন্য চমত্কার একটি দর্শনীয় স্থান হরিণঘাটা।
আরও পড়ুন