ভাষা আন্দোলন জাদুঘর – ঢাকা

বহু প্রাণ আর বহু ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের বাংলা ভাষা। রাজপথে তৎকালীন পুলিশ বাহিনীর গুলিতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরসহ আরো অনেকে। তাঁদের স্মৃতি স্মরণীয় করে রাখার তাগিদ থেকেই ২০১০ সালে গড়ে তোলা হয় বাংলা একাডেমি ভাষা আন্দোলন জাদুঘর (Vasha Andolon Jadughar/Museum)।

বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলার চারটি কক্ষের পুরোটাই ভাষা আন্দোলনের নানা স্মৃতি ও সামগ্রী সাজিয়ে রাখা আছে। কক্ষগুলোয় ভাষাশহীদ রফিকের ম্যাট্রিকুলেশন পরীক্ষার সার্টিফিকেট, ভাষাশহীদ শফিউর রহমানের ব্যবহৃত কোট, মোহাম্মদ আলী জিন্নাহর কাছে রাষ্ট্রভাষা কর্মপরিষদের স্মারকলিপি, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের পৃষ্ঠা ও ভাষাশহীদ শফিউর রহমানের প্রিয় চটের ব্যাগটিও এখানে সংরক্ষিত আছে।

এ ছাড়া আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস প্রেক্ষাপট, ঘটনাবলি সম্পর্কিত বিভিন্ন লেখকের বইয়ের প্রচ্ছদ, সে সময়ে প্রকাশিত পত্রপত্রিকার সংখ্যা ও বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

পরিদর্শন ও সময়সূচীঃ

ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। ভাষার মাসে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা একাডেমি ভাষা আন্দোলন জাদুঘর খোলা থাকে। জাদুঘরে প্রবেশের জন্য কোনো ফি দিতে হয় না।

কিভাবে যাবেন

রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলা একাডেমি পর্যন্ত রিকশায় যাওয়া যায় সহজে। ভাড়া ১৫-২০ টাকা। চাইলে গল্প করতে করতে হেটে চলে যেতে পারেন এ ভাষা আন্দোলন জাদুঘরটিতে।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: সাফায়েত,
সর্বশেষ আপডেট হয়েছে: February 10, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.