দয়াময়ী মন্দির – জামালপুর

জামালপুর শহরের ০ পয়েন্টে দয়াময়ী মন্দির(Dayamayi Mondir) অবস্থিত। মন্দিরটি অতি প্রাচীণ। এখানে প্রাচীন সভ্যতা ও আধুনিক স্থাপত্যের কারুকার্যের সংমিশ্রণে এর নির্মাণ কাজ করা হয়। এখানে হিন্দু সম্প্রদায়ের লোক জন প্রতিদিনই বিভিন্ন পুজা অর্চণা করে থাকে। এবং প্রতি বছর অস্টমী মেলার সময় বিভিন্ন দেবতার নামে মান্নত করা হয়। মন্দিরটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগীরা ও দর্শনাথীগণ এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। কিভাবে যাবেন: জামালপুর শহরের ০ পয়েন্টে দয়াময়ী মন্দির অবস্থিত। জামালপুর রেলওয়ে স্টেশন থেকে রিক্সা বা ইজিবাইকে যাওয়া যায়। অবস্থান:  দয়াময়ী মোড়, জামালপুর সদর।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: February 27, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.