ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের উত্তর পাশে, স্বাধীনতা-পূর্ব বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতার কবরের উপর নির্মিত স্থাপত্যটিই হল তিন নেতার মাজার(Teen Netar Mazar)। তিন নেতার মাজার রাজধানী ঢাকা তথা বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। নতুন প্রজন্মের কছে এটি একটি অন্যতম দর্শনীয় স্থানও বটে। ১৯৬৩ সালে স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন প্রখ্যাত তিন নেতার – হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে-বাংলা এ.কে. ফজলুল হক এর স্মরণে এটি নির্মাণ করেন।
তিন নেতার মাজার কিভাবে যাবেনঃ
গুলিস্তান থেকে যে কোন বাসে করে শাহবাগ চলে আসতে পারেন। শাহবাগ থেকে রিক্সায় অথবা হেটে তিন নেতার মাজারে যাওয়া যায়।