হ্যাপি আইল্যান্ড – রাঙ্গামাটি

রাঙ্গামাটি সেনা রিজিয়নের তত্ত্বাবধানে রাঙ্গামাটি আরণ্যক রির্সোটের পাশে কাপ্তাই হ্রদের কোল ঘেষে  ৪৫ শতক জায়গার উপর তৈরী হয়েছে শিশু কিশোরদের বিনোদন কেন্দ্র হ্যাপী আইসল্যান্ড (Happy iland)।  এই হ্যাপী আইসল্যান্ডে শিশুদের জন্য  রয়েছে  অত্যাধুনিক সুইমিং পোল, পানির রাইডার  বিভিন্ন ধরনের খেলাধুলার জিনিস সহ বিনোদনের জন্য অসংখ্য সামগ্রী। একজন শিশু ঢাকার ওয়াটার ল্যান্ডের যে আনন্দ উপভোগ করতো তারই আলোকে রাঙ্গামাটির হ্যাপী আইস ল্যান্ডে শিশুরা বিনোদন পাবে।  এ ছাড়াও  বিনোদনের ব্যবস্থার পাশাপাশি রয়েছে পিকনিকের ব্যবস্থা।

হ্যাপি আইল্যান্ড এর প্রবেশ ফি ৩০০ টাকা ।

কোথায় থাকবেন –

চাইলে সেনাবাহিনী দ্বারা পরিচালিত সম্পূর্ন নিরাপদ আরণ্যক রিসোর্টেই থাকতে পাববেন।আরণ্যক রিসোর্টে থাকতে চাইলে  যোগাযোগ করুন- 01769-312021। অথবা শহরের অন্যান্য  রিসোর্ট কিংবা হোটেল গুলোর মধ্যে রাঙামাটি শহরে পর্যটন হলিডে কমপ্লেক্স ছাড়াও রয়েছে বিভিন্ন হোটেল-মোটেল। পর্যটন হলিডে কমপ্লেক্সে যোগাযোগ ০৩৫১-৬৩১২৬। হোটেলের মধ্যে রয়েছে হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল: ০৩৫১-৬২১৪৫/০১৯৩৫১৪৭১৩৮, হোটেল প্রিন্স: ০১৭৭৫১৯৬৬৬৪, মোটেল জজ: ০৩৫১-৬৩৩৪৮/০১৯১২৭৭২৮০১, গ্রিন ক্যাসেল: ০৩৫১-৬১২০০, হোটেল সাংহাই: ০৩৫১৬১৪০২/০১৭৩০১৯৫৭৭৮।

কিভাবে যাবেন-

ঢাকা থেকে রাঙ্গামাটির সরাসরি বাস রয়েছে। আবার চিটাগং হয়েও যাওয়া যায়। যে পথেই যান না কেন খরচ হবে ৬৫০ টাকার মধ্যে। বাসে উঠতে পারবেন কল্যাণপুর, কলাবাগান, সায়েদাবাদ থেকে। রাঙ্গামাটি পৌছানোর পর যেতে হবে রাঙামাটি সেনানিবাসের আরণ্যক রিসোর্ট।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: April 24, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.