এম জে হলিডে রিসোর্ট – মুন্সিগঞ্জ

চারদিক সবুজে ঘেরা পরিবেশ বান্ধব এম জে হলিডে রিসোর্ট ( M. J. Holiday Resort) ঢাকা (গুলিস্তান) থেকে মাত্র ১ ঘন্টা (২৬ কি মি) দূরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের ইছাপুরায় অবস্থিত।

কর্পোরেট পিকনিক, বিবাহের অভ্যর্থনা, জন্মদিনের পার্টি, কর্পোরেট মিটিং এবং সম্মেলন, প্রেস কনফারেন্স, অ্যাকাডেমিক আলোচনাসভা, স্বাক্ষর অনুষ্ঠান, পণ্যের প্রচার এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য উপযোগী ও পরিবেশ বান্ধব এ “এম জে হলিডে রিসোর্ট ” ডে আউট সহ থাকার সুব্যবস্থা রয়েছে। 

সুবিশাল এম জে হলিডে রিসোর্ট এ রয়েছে সুইমিং পুল সহ উন্নত সুযোগ সুবিধা। বিশেষ আকর্ষন হিসাবে এখানে আছে ভূতের বাড়ি। এম জে হলিডে রিসোর্ট থেকে চাইলেই বড়শি দিয়ে মাছ শিকার করতে পারবেন আর সেই টাটকা মাছ সাথে নিয়ে আসতে চাইলে প্রতি কেজি মাছ ২০০ টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন।

এম জে হলিডে রিসোর্ট এর ৪ ধরনের ডে আউট প্যাকেজ রয়েছে যেখানে খরচ পড়বে প্রতিজন ৯০০ টাকা থেকে ১৫০০ টাকা।

বিস্তারিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন –

মোবাইল – +8801931410070 ( Rana )

ওয়েবসাইট – https://mjholidayresort.com/packages/

কিভাবে যাবেন –

এম জে হলিডে রিসোর্ট এর নিজেস্ব গাড়িতে করে সহজেই যেতে পরবেন। ঢাকা কলেজ  ( ঢাকা কলেজের পূর্ব দিকে পেট্রল পাম্প)  থেকে প্রতিদিন সকাল ৭টা , সকাল ১০টা , দুপুর ২টা ও বিকাল ৬টায় এম জে হলিডে রিসোর্ট এর নিজেস্ব গাড়ি ছেড়ে যায়।

আবার, এম জে হলিডে রিসোর্ট থেকে সকাল ৮টা, দুপুর ১২টা, বিকাল ৪টা ও রাত ৮টা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: November 17, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.